Home বাংলাদেশ ডোমারে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পথ নাটক অনুষ্ঠিত

ডোমারে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পথ নাটক অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মানব কল্যান পরিষদ-এমকেপি আয়োজিত, নেট্ধসঢ়;জ বাংলাদেশ প্রকল্পের সহযোগিতায় বড় রাউতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়নের বড় রাউতা উচ্চ বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “নারী অধিকার ও অর্ন্তভুক্তি মূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ” শীর্ষক (‘যুক্ত’) প্রকল্পের আওতায় কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনেশ চন্দ্র রায়। অতিথি হিসাবে উক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী, এসএমসি সদস্য মোজাম্মেল হক সাহেব, সহকারী শিক্ষক শিল্পী আক্তার, নারায়ন চন্দ্র বর্মন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইউপি সদস্য সফিকুল ইসলাম স্বপন, স্কুল ফ্যাসিলেটর অনিতা রানী রায়, ফিল্ড ফ্যাসিলেটর আতাউর রহমান লিটন, গীতা সেন, রানী বেগম সহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্কুল থিয়েটার দলের শিক্ষার্থীদের অংশগ্রহনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক পথ নাটক “চুমকি’র স্বপ্ন” মঞ্চায়ন করেন শিক্ষার্থীরা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী