Home বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান। ফরেন সার্ভিস একাডেমিতে বিকাল সাড়ে ৫টায় ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করছেন বলে জানান প্রেসসচিব।

প্রেস সচিব বলেন, আগামীকাল (বুধবার) প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে একটি ডায়লগে আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।

আগামীকাল বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী