Home বাংলাদেশ ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় পাঁচ
দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পরিদর্শক আব্দুর রহিম মোল্লা জানান, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড
মঞ্জুর করেন।অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ
লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা-মাশায়েখরা।

ওই সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়। উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ
সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ( কলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী