আবু সাবেত: নিউ অরলিয়ানসের বিখ্যাত বোর্বন স্ট্রিটে নতুন বছর উদযাপনকারী জনতার মধ্যে একটি পিকআপ ট্রাক আঘাত করার ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং অনেকেই আহত হন। এই হামলার পেছনে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে এফবিআই।
৪২ বছর বয়সী শামসুদ্দিন বাহার জাব্বার একজন মার্কিন নাগরিক এবং প্রাক্তন সেনাসদস্য। ফ্রেঞ্চ কোয়ার্টারে ট্রাক চালিয়ে জনতার মধ্যে আঘাত করেন। হামলার পরপরই জাব্বার পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন। এফবিআই জানিয়েছে, তার ভাড়াকৃত ট্রাক থেকে একটি আইএস পতাকা এবং কিছু বিস্ফোরক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
এফবিআই কর্মকর্তারা বলছেন, জাব্বার একা এ কাজ করার সম্ভাবনা নেই। তার সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। তিন সন্দেহভাজন দুই পুরুষ এবং এক নারী নতুন বছর উদযাপনের সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে বিস্ফোরক স্থাপন করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
জাব্বার টেক্সাসে জন্মগ্রহণ করেন এবং মার্কিন সেনাবাহিনীতে ১০ বছর সেবা দেন। তার পরিবার জানিয়েছে, গত বছর তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন।
নিউ অরলিয়ানস পুলিশ প্রধান অ্যান কার্কপ্যাট্রিক বলেন, ‘এই ব্যক্তি যতটা সম্ভব মানুষকে আহত বা হত্যা করার উদ্দেশ্যে কাজ করেছে।’ প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে “অন্যায় এবং অগ্রহণযোগ্য সহিংসতা” বলে অভিহিত করেছেন এবং ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।এ হামলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় ব্যবহৃত ট্রাকটিতে বরফ রাখার একটি পাত্রে একাধিক বোমা পাওয়া গেছে। সেগুলো নিষ্কিয় করা হয়েছে।
ঘটনাটির তদন্তে নেমেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না বা তিনি কোনো ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে জড়িত কি না-এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
বর্ষবরণের উৎসব কীভাবে একটি ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে, তার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপর কেভিন গার্সিয়া নামের এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ‘আমি দেখলাম, বুরবোন ফুটপাতের বাঁ দিকে সবার ওপর দিয়ে একটি ট্রাক উঠে যাচ্ছিল। একটি দেহ উড়ে আমার দিকে এল।’ তা ছাড়া আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণের শব্দও শুনেছেন বলে জানান তিনি।
আরেক প্রত্যক্ষদর্শী ২২ বছর বয়সী হিট ডেভিস বলেন, তিনি যখন বুরবোন স্ট্রিটের একটি নাইটক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন, সে সময় এ ঘটনা ঘটে।
ডেভিস বলেন, ‘সবাই চিৎকার ও আতর্নাদ শুরু করেন এবং পেছন দিকে দৌড়াতে থাকেন। তখন আসলে আমরা কিছুক্ষণের জন্য আটকে পড়েছিলাম। তারপর পরিস্থিতি শান্ত হয়ে এলেও তাঁরা (ক্লাবের কর্মী) আমাদের বের হতে দিচ্ছিলেন না। যখন তাঁরা আমাদের ক্লাব থেকে বের হতে দিলেন, তখন পুলিশ দেখিয়ে দিল, কোন জায়গা দিয়ে হেঁটে যেতে হবে। পুলিশ আমাদের দ্রুত এলাকা ত্যাগ করতে বলল। আমি কয়েকটি মৃতদেহ দেখলাম, সেগুলো তখনো কাপড় দিয়ে ঢাকাও হয়নি। এ সময় বহু মানুষ প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন।’ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তাঁদের ফোন রেখে যত দ্রুত সম্ভব এলাকা ত্যাগ করতে বলেছিল বলেও জানান ডেভিস।
এফবিআই জানিয়েছে, ট্রাকে বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যেত। ট্রাকের ভেতর থেকে একটি রিমোট কন্ট্রোলও উদ্ধার করা হয়েছে।
এফবিআই-এর সহকারী বিশেষ এজেন্ট আলেথিয়া ডানকান বলেন, ‘আমরা প্রতিটি তথ্যসূত্র গুরুত্ব সহকারে যাচাই করছি এবং সম্ভাব্য সহযোগীদের সন্ধান করছি।’
নিউ অরলিয়ানস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট হেলেনা মোরেনো বলেন, “এই ব্যক্তি সম্পূর্ণ সামরিক পোশাকে ছিল এবং তার পরিকল্পনা খুবই সুসংগঠিত ছিল।”
ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বোর্বন স্ট্রিটে যান চলাচল সীমিত করার জন্য স্টিলের প্রতিবন্ধকতা প্রতিস্থাপনের কাজ চলছিল, যা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলার কথা।
ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য:
নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ অরলিয়ানসের উক্ত ঘটনাকেএকটি গণহত্যা বলে উল্লেখ করেছেন। যেখানে একটি ট্রাক চালক বোর্বন স্ট্রিটে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ১০ জনকে হত্যা করেছে। অভিবাসন বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যদিও পুলিশ তখনও সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি। বুধবার ট্রুথ সোশালে ট্রাম্প পোস্ট করেন যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের তুলনায় ভয়াবহ অপরাধের সঙ্গে বেশি যুক্ত।
তিনি বলেন, ‘আমি যখন বলেছিলাম যে আমাদের দেশে আসা অপরাধীরা আমাদের দেশের অপরাধীদের তুলনায় অনেক খারাপ, তখন ডেমোক্র্যাটরা এবং ভুয়া সংবাদ মাধ্যম এই বক্তব্য বারবার প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এটি সত্য প্রমাণিত হয়েছে। আমাদের দেশে অপরাধের হার এমন এক স্তরে পৌঁছেছে যা আগে কখনও দেখা যায়নি। নিউ অরলিয়ানস পুলিশ বিভাগের সাহসী অফিসারদেরসহ নিরপরাধ শিকার ও তাদের প্রিয়জনদের প্রতি আমাদের হৃদয় রয়েছে। ট্রাম্প প্রশাসন নিউ অরলিয়ানস শহরকে এই খাঁটি মন্দ কাজের তদন্ত এবং পুনরুদ্ধারে সম্পূর্ণ সমর্থন করবে!’
বিপি।এসএম