Home আন্তর্জাতিক ট্রাম্পের প্রতি কোনো বিদ্বেষ ছিল না টেসলা সাইবারট্রাক চালকের: এফবিআই

ট্রাম্পের প্রতি কোনো বিদ্বেষ ছিল না টেসলা সাইবারট্রাক চালকের: এফবিআই

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নিজস্ব প্রতিবেদক: লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে বিস্ফোরিত টেসলা সাইবারট্রাকের সন্দেহভাজন চালক ম্যাথিউ লাইভেলসবর্গার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেননি বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এফবিআই এ তথ্য প্রকাশ করে বলেছেন ম্যাথিউ সম্ভবত পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি)-এ ভুগছিলেন।
এফবিআই কর্মকর্তারা আরও বলেন, নববর্ষের দিনে নিউ অরলিন্সে ট্রাক হামলায় এক ডজনেরও বেশি মানুষের মৃত্যু এবং একই দিনে লাস ভেগাসে সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো চূড়ান্ত যোগসূত্র পাওয়া যায়নি। বিস্ফোরণে সাতজন সামান্য আহত হয়েছিলেন।
বৃহস্পতিবার কর্মকর্তারা সাইবারট্রাকে মৃত অবস্থায় পাওয়া ব্যক্তিকে ম্যাথিউ লাইভেলসবর্গার (৩৭) কলোরাডো স্প্রিংসের একজন সক্রিয় সেনা সদস্য হিসেবে শনাক্ত করে জানান, তিনি একাই এই ঘটনাটি ঘটিয়েছেন। ‘সন্দেহভাজন ব্যক্তির নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি কোনো বিদ্বেষ ছিল না বলে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এফবিআই কর্মকর্তা উল্লেখ করেন।
তদন্তে এবং সেনাবাহিনীর তথ্য অনুযায়ী তিনি সম্ভবত পিটিএসডি -তে ভুগছিলেন। আমরা এও জানতে পেরেছি যে তার ব্যক্তিগত জীবনে পারিবারিক সমস্যা বা অন্যান্য ব্যক্তিগত অভিযোগ থাকতে পারে, যা এই ঘটনার কারণ হিসেবে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানিয়েছে, লাইভেলসবর্গার নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন।
ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল লাস ভেগাস ট্রাম্প অর্গানাইজেশনের অংশ। যা নবনির্বাচিত প্রেসিডেন্টের কোম্পানি। ২০ জানুয়ারি ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে ফিরে আসবেন। ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী, তার ছেলে এরিক ট্রাম্প, বিস্ফোরণের পর কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
টেসলা সিইও ইলন মাস্ক, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ সমর্থক এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের উপদেষ্টা।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী