Home আন্তর্জাতিক লন্ডনে আ.লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নেন টিউলিপ

লন্ডনে আ.লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট নেন টিউলিপ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের বর্তমান সিটিমন্ত্রী এবং ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নামে লন্ডনের কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল ফ্ল্যাট হস্তান্তর করেছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে কোনো অর্থ পরিশোধ না করেই কিংস ক্রস এলাকার একটি দুই বেডরুমের ফ্ল্যাট পেয়েছিলেন। জমির রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন আবদুল মুতালিফ নামে এক প্রোমোটর, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে জড়িত।

টিউলিপের এক মুখপাত্র বলেন, ‘টিউলিপ সিদ্দিকের সম্পত্তি বা রাজনৈতিক সংযোগের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’ তবে মুতালিফ নিশ্চিত করেছেন, তিনি ফ্ল্যাটটি কিনেছিলেন, কিন্তু সেটি টিউলিপের নামে হস্তান্তর করার কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

একটি সূত্র জানিয়েছে, টিউলিপের মা-বাবা মুতালিফকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই তিনি ফ্ল্যাটটি উপহার দেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা রাশিয়া-সমর্থিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে কমিশন নিয়েছেন। তবে তাঁরা এই অভিযোগ অস্বীকার করেছেন।

বাংলাদেশের বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ করেছে। এসব অর্থ দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে সম্পদ কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নথি অনুযায়ী, টিউলিপ সিদ্দিক এখনো ওই কিংস ক্রস ফ্ল্যাটের মালিক। যদিও তিনি সেখানে থাকেন না। তিনি আরও একটি ফ্ল্যাট নিজের সংসদীয় এলাকার কাছে কিনেছেন। টিউলিপের বিরুদ্ধে পার্লামেন্টে আর্থিক স্বার্থের ঘোষণা না করার জন্যও একবার সতর্ক করা হয়েছিল।

ব্রিটেনে বসবাসরত আওয়ামী লীগের সদস্যরা বারবার টিউলিপের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। ২০১৫ সালে এমপি নির্বাচিত হওয়ার পর একটি সমাবেশে টিউলিপ বলেছিলেন, ‘আপনাদের সাহায্য ছাড়া আমি আজ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হতে পারতাম না।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘টিউলিপ সিদ্দিকের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।’

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী