Home রাজনীতি শুধু ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

শুধু ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করার আহ্বান প্রধান উপদেষ্টার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শুধু ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থে ব্যবসা করতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন।

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।”

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

এসময় “দেশের সংকটপূর্ণ খাতগুলো ধরে সামাজিক ব্যবসা গড়ে তুললে সমস্যা অনেকাংশে নিরসন হবে” বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, “এ জন্য দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে।”

তিনি বলেন, “সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায়, এই দায়িত্ব থেকে দূরে সরে না যায়।”

“প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে” উল্লেখ করে তিনি আরও বলেন, “সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি।”

তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস ‘সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি’ বলে উল্লেখ করেন। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে, ওয়াকিং ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী