Home আন্তর্জাতিক তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: হিমালয়ের পাদদেশ অবস্থিত চীনের তিব্বতে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।

তিব্বতে ভূমিকম্পের ফলে নেপাল, ভুটান এবং ভারতেও এর কম্পন অনুভূত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটের দিকে টিনগ্রিতে এ ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতে ভূমিকম্পের আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে তিব্বতের ভূমিকম্পের প্রভাব পড়ে নেপালেও। যার মাত্রা ছিল ৭.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, নেপালের স্থানীয় সময় ৬.৩৫ মিনিটের দিকে ৯৩ কিলোমিটার দূরে নেপাল-তিব্বত সীমান্তের উত্তরপূর্বাঞ্চলের লোবুচে এ ভূমিকম্প অনুভূত হয়।

প্রসঙ্গত, নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। আর এত প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

২০১৫ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ হাজার মানুষ নিহত হয় এবং আহত হয় আরও ২২ হাজার মানুষ। এছাড়া প্রায় ৫ লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী