Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যার অভিযোগে ভাড়াটিয়া গ্রেপ্তার

নিউ ইয়র্কে বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যার অভিযোগে ভাড়াটিয়া গ্রেপ্তার

আবর্জনার ব্যাগে মিলল মৃতদেহ

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাসা ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যার অভিযোগে কুইন্সের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় (১৬ জানুয়ারি) বৃহস্পতিবার গ্রেপ্তারের পর সাংবাদিকদের মুখোমুখি হন নিহতের স্ত্রীর ।
সান্দ্রা কোটো নাভারো (৪৮) এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ১৪ জানুয়ারি কিউ গার্ডেনস হিলসের ৭০তম অ্যাভিনিউতে তার অ্যাপার্টমেন্টে ৫৫ বছর বয়সী হোসে পোর্তিলোর মাথায় আঘাত করেন। পরে তার গলায় ও পায়ে ছুরি মারেন, যার ফলে পোর্তিলোর মৃত্যু হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সূত্র জানিয়েছে, বাড়িওয়ালার নির্দেশে পোর্তিলো নাভারোর কাছে গিয়েছিলেন ২৪ হাজার ডলার বকেয়া ভাড়ার বিষয়ে কথা বলার জন্য। এরপর থেকে তিনি নিখোঁজ হন।
১৬ জানুয়ারি নাভারোকে ফ্রেশ মেডোজের ১০৭তম প্রিসিঙ্কট স্টেশন হাউস থেকে বের করা হয়। সেখানে পোর্তিলোর স্ত্রী উপস্থিত হন। নাভারোর প্রতি স্প্যানিশ ভাষায় চিৎকার করে বলেন, ‘তুমি আমার স্বামীকে হত্যা করেছ!’

সূত্র জানায়, বাড়িওয়ালা পোর্তিলোকে নাভারোর বাড়িতে ঢুকতে দেখেন সিসিটিভি ফুটেজে। তাকে আর বের হতে দেখেননি। এরপর তিনি ৯১১-এ ফোন করে পুলিশের সাহায্য চান। পুলিশ বাড়িতে প্রবেশ করে পোর্তিলোর মৃতদেহ খুঁজে পান, যা আবর্জনার ব্যাগে ভরে বিছানার নিচে রাখা ছিল।
নাভারোর স্বামী যিনি ঘটনার সময় কাজে ছিলেন। বাড়ি ফিরে মৃতদেহ দেখতে পান। সূত্র জানিয়েছে, প্রথমে তিনি পুলিশকে ভেতরে ঢুকতে দিতে দ্বিধা করেন।তবে পরে তিনি মৃতদেহের অবস্থান জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মতে, নাভারোর স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হবে না।
এবিসি৭-এর প্রতিবেদন অনুযায়ী, পোর্তিলো প্রথমে ভবনের একজন মালী হিসাবে কাজ শুরু করেন এবং পরে সুপারিনটেনডেন্ট হন। তাকে একজন বন্ধুবৎসল ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। নাভারোর বিরুদ্ধে হত্যা, প্রমাণ নষ্ট করা এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী