Home খেলা হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ৩৫ রানেই চলে গিয়েছিলেন প্রথম সারির ৫ ব্যাটার। এক শ রান তখন তো দূরতম স্বপ্ন, পঞ্চাশের আশেপাশেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ১৫৪ রানের জুটি গড়লেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। হাফ সেঞ্চুরি করে জাকের থামলেও ব্যাট চালিয়ে যান হৃদয়। পায়ে ব্যথা নিয়েও দুরন্ত ব্যাটিংয়ে তুলে নেন ক্যারিয়ারের শতক। তাতে নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে ২২৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে বিকেল তিনটায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের উদ্বোধন করতে নেমে কোনো রান করার আগেই ফেরেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তিনে নেমে কোনো রান করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ২ রানের মধ্যেই ২ উইকেট হারানো দলে পরিণত হয় বাংলাদেশ। সৌম্যকে শামি ও শান্তকে শিকার বানান হরষিত রানা।

তৃতীয় উইকেটে কিছুটা দৃঢ়তা দেখানোর চেষ্টা করে তানজিদ ও মেহেদী হাসান মিরাজের জুটি। তবে টিকতে পারেননি মিরাজ। দলীয় ২৬ রানে রানার বলে স্লিপে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও। বাকিরা ব্যর্থ হলেও দারুণ সব শটে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তানজিদ। তবে ভারত স্পিন আক্রমণ শুরু করলে তারও অক্কা ঘটে।

অক্ষর প্যাটেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ২৫ বলে ৪টি চারে ২৫ রান করেন তিনি। পরের বলেই সেই একইভাবে উইকেট দিয়ে ফেরেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। ৩৫ রানের ৫ উইকেট হারানো দলকে এরপর আলোর পথ দেখান হৃদয় ও জাকের। দুজনে মিলে যোগ করেন ১৫৪ রান। ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। ওয়ানডেতে ভারতের বিপক্ষেও এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

১১৪ বলে ৬৮ রান করে বিদায় নেন জাকের। তবে ব্যাট চালিয়ে যান হৃদয়। ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা হৃদয় রান আর বাড়াতে পারেননি। শেষদিকে বারবার ব্যথায় কুঁকড়ে গেছেন তিনি। জাকেরের আউটের পর শেষের দিকের ব্যাটারদের মধ্যে কেবল দুই অঙ্কের ছোঁয়া পেয়েছেন রিশাদ হোসেন। ১২ বলে ১টি চার ও ২ ছক্কায় ১৮ রান করেন তিনি। ভারতের হয়ে ৫টি উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া রানা ৩টি ও অক্ষর প্যাটেল নেন ২টি উইকেট।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী