Home প্রবাস যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার বাংলাদেশি কলেজছাত্র নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার বাংলাদেশি কলেজছাত্র নিহত

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

 

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে একটি মারাত্মক দুর্ঘটনার বাংলাদেশি কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেভারলি সীমান্তের কাছে একটি রোলওভার দুর্ঘটনা এবং একজন ব্যক্তির আটকে পড়ার খবর পান পুলিশ ও দমকলহিনীর সদস্যরা।
ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। বেভারলি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। কর্মকর্তারা জানান, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে, এক্সিট বা বাহির পথ ৪৮/গ্রেপভাইন রোডে উত্তরমুখী সকল লেন বন্ধ করা হয়েছিল তবে পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
নিহত কলেজ শিক্ষার্থীর বাবা লীন প্রবাসী দীপক সিং জানান, তার ছেলে প্রতিক সিং (২৪) সালেম স্টেট কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ড্রপ আউটের পর চাকুরি করছিল। তাদের দেশের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়। তিনি দীর্ঘ ১৬ বছর যুক্তরাষ্ট্রে এসেছেন কিন্তু স্ত্রী ও দুই ছেলে এসেছেন ১২ বছর আগে। তিনি বোস্টনের পার্শ্ববর্তী লীন শহরে বসবাস করছিলেন।পুলিশ গাড়ির রোলওভার দুর্ঘটনাটি তদন্ত করছে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী