Home বাংলাদেশ ধর্মপাশায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা

ধর্মপাশায় বিট ও কমিউনিটি পুলিশিং সভা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়নে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়। সোমবার দুপুরে সেলবরষ ইউনিয়নের গাবী বটতলা বাজারে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা এএসপি (সার্কেল) আলী ফরিদ। সভাপতিত্ব করেন ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ এলামুল হক। বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড সদস্য আব্দুর রফউ উজ্জ্বল সহ এলাকার সর্বস্তের জনগন। এলাকায় মদ জুয়া প্রতিরোদ করতে এলাকার জনগনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সার্কেল অফিসার আলী ফরিদ।

তিনি আরও বলেন, মদ, জুয়া, চোরাকারবারী, মাদক বিক্রয়তা, বাল্য বিবাহ সহ যে কোন অসামাজিক কাজ হলেই আমাদের জানাবেন। জনগণ সর্তক থাকলে এলাকায় কোন অসামাজিক কাজ হতে পারে না। আইন শৃঙ্খলা বিষয়ে যে কোন তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আছি আপনাদের পাশে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংদের বিষয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এলাকার বিভিন্ন সমস্যা হলে ধর্মপাশা থানা পুলিশকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্স সহ এসে হাজির হয়ে অপরাধীকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। তিনি জ্বালাও পোড়াও থেকে সবাইকে সর্তক করেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী