বাংলাপ্রেস ডেস্ক: সরকারের বাণিজ্য-সংস্কৃতি মন্ত্রণালয়সহ ৯ বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদন্নতি দিয়ে যাকে যে মন্ত্রণালয়-বিভাগে সচিব করা হয়েছে- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আলেয়া আক্তার, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে মো. কামাল উদ্দিন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মো. মিজানুর রহমান, সেতু বিভাগে মোহাম্মদ আবদুর রউফ, সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগে জাহেবা পারহীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে মাহবুবুর রহমান।
এ ছাড়া আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছিলেন, আগামী দু-এক দিনের মধ্যে নতুন কয়েকজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে