বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। আজ শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে তারা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ শুরু করে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখা। পল্টন মোড়ে পুলিশ বাধায় সেখানে অবস্থান নিয়ে বক্তব্য দেন দলটির নেতারা। এদিকে, জাতীয় বিপ্লবী পরিষদসহ মিছিল বের করে বিভিন্ন ইসলামী সংগঠন। এসময় ফিলিস্তিনে মুসলমানদের রক্ষায় বিশ্বের সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অপরদিকে ইসলামী দলগুলোর ডাকা বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় জুমার অনেক আগ থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে