Home বাংলাদেশ কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর,সম্পাদক হাফিজ ভূঞা

কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি মশিউর,সম্পাদক হাফিজ ভূঞা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমান এবং অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভায় সদস্যদের সর্বস্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির বাকি পদের সবাই তাদের আগের পদে দায়িত্ব পালন করবেন।

ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি এন্ড হেড অব বাঞ্চ মনছুরুল আলম।

এ সময় আরও বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ মো.আবু তাহের, ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক চৌমুহনী শাখার এসএভিপি এন্ড হেড অব ব্রাঞ্চ আশরাফ উদ্দিন রিপন প্রমূখ।

সভায় ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী