Home বাংলাদেশ বিশ্বম্ভরপুরে হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ

বিশ্বম্ভরপুরে হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে “উপজেলার কাইতকোনা হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে তিনটি গ্রাম থেকে শতাধিক হাজং ও গারো নারী পুরুষ উপস্থিত ছিলেন। রবিবার বিকেলে কাইতকোনা হাজং পল্লীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি রাকেশ চন্দ্র হাং এর সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য জুবায়ের আহমদ জুলহাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম,বিশেষ অতিথি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়তিম শিল্পী চন্দনা দেবী হাজং, গারো সম্প্রদায়ের তপতী গাগরা, বিশ্বম্ভরপুর পিএফজির এ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, নারী এম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়কারী ফুলমালা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেজেক্টের কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষতদলের সদস্য আলমাছ, হারুন, যুবদলের মান্নান, হাজং সম্প্রদায়ের পক্ষে ধনঞ্জয় চন্দ্র সরকার, সংগীতা হাজং, মায়াদেবী হাজং, গৌরচাদ হাজং, পিএফজি সদস্য গোলাপ মিয়া, সিরাজ মাষ্টার, সিরাজ খন্দকার, সামছুন নাহার শিলা, নাছির উদ্দিন, মিনহাজ, ইয়থের কবির প্রমূখ।

বক্তারা বলেন, দেশের এ মুহুর্তে সম্প্রীতির বিকল্প নেই। বিশ্বম্ভরুপর পিএফজির ব্যাতিক্রম ধর্মী আয়োজেনর জন্য ধন্যবাদ। তারা বলেন, সম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এলাকার শতবছরের ঐতিহ্য কিন্তু মাঝে মধ্যে কিছু অনাঙ্খিত ঘটনা আমদের মাঝে চন্দপতন ঘটায় আশা করি পিএফজির এমন আয়োজন আমাদের সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে। আমার এমন আয়োজন বেশী বেশী করার আহ্বান জানাই।

হাজং সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয় ঈদের পরে তাদের এলাকায় হাজং, গারো এবং মনিপুরি সম্প্রদায়ের লোকজনদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী