Home বাংলাদেশ খাগড়াছ‌ড়ি‌তে আগুন, পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছ‌ড়ি‌তে আগুন, পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবার পুড়ে ছাই হয়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগ রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৮-২০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লারমা স্কয়ার বাজারে আগুনে পুড়ে যায় ১২টি দোকান।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: bpressusa@gmail.com
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী