Home জীবনযাপন অন্যন্য দৃষ্টান্ত : ভারতে পূজা কমিটির ইফতার আয়োজন

অন্যন্য দৃষ্টান্ত : ভারতে পূজা কমিটির ইফতার আয়োজন

by bnbanglapress
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: অশান্ত পরিবেশে আগেও সম্প্রীতির ছবি দেখেছে তিলোত্তমা। রাম নবমীর মিছিলে হিন্দু ভাইদের তৃষ্ণা নিবারণে এগিয়ে এসেছিলেন খিদিরপুরের ইয়াসিররা। এবার আরও এক সম্প্রীতির উদাহরণ তুলে ধরল শহর। আমরা-ওরার ভেদাভেদ ভুলে ইফতার আয়োজন করে নজির গড়ল দক্ষিণের নামী দুর্গাপুজো কমিটি। এসবি সার্বজনীনের এমন মহৎ প্রয়াস শহরের পুজো কমিটির ইতিহাসে প্রথম বলা যায়।
রমজান মাসে ইফতারের আয়োজনে করছে নানা সংগঠন। যেখানে পাত পেড়ে খাচ্ছেন সাধারণ মানুষ। ধর্মের ভেদাভেদ ভুলে একসঙ্গে খাওয়া-দাওয়া করার ছবি দেশের প্রত্যেক প্রান্তেই ফুটে উঠছে বারবার। কোথাও হিন্দু রাজার মসজিদে হয়েছে ইফতারের ভোজ তো কোথাও অযোধ্যার মন্দিরেও রোজা ভঙ্গ করে ইফতারে শামিল হয়েছিলেন অনেকে। এবার সেই দৃশ্যের সাক্ষী থাকল শহর তিলোত্তমাও। সৌজন্যে এসবি পার্ক সার্বজনীন। জাতি-ধর্ম-বর্ণ ভুলে নতুন পোশাক পরে দুর্গাপুজোতে শামিল হন বাঙালি। হিন্দুদের হাতে প্রসাদ তুলে দেন মুসলিম ভাইয়েরা। এবার হল উলটোটা। মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন করে নজির গড়ল এই পুজো কমিটি। সম্প্রীতির মাঝে মিলনই তো এ দেশের শক্তি।
প্রায় ১৩০ জন মানুষ অংশ নিলেন এসবি পার্ক সার্বজনীনের আয়োজিত ইফতারে। খেলেন চেটেপুটে। খাবার বাড়িও নিয়ে গেলেন অনেকে। কী ছিল না এই ইফতারের মেনুতে! ১১ রকম ফল, সরবত, মাংসের চাপ, আরও কত কী। এসবি পার্ক সার্বজনীনের আথিতেয়তায় মুগ্ধ আগতরাও।
এসবি পার্ক সার্বজনীনের অন্যতম উদ্যোক্তা সঞ্জয় মজুমদার এমন আয়োজন করতে পারায় আপ্লুত। বলছেন, “শহরের নানা জায়গাতেই ইফতারের আয়োজন হচ্ছে। কিন্তু পুজো কমিটি হিসেবে এটি এ শহরে নজির। প্রথম কোনও পুজো কমিটি এমন আয়োজন করল। আমরা চাই আমাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হোক। এবং এ ধরনের আরও নানা উদ্যোগ নেওয়া হোক।”

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী