Home Uncategorized রাঙামাটিতে পাহাড় ধ্বস : নিহতের সংখ্যা বেড়ে ১১

রাঙামাটিতে পাহাড় ধ্বস : নিহতের সংখ্যা বেড়ে ১১

by bnbanglapress
A+A-
Reset


রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। কোয়ালিটি চাকমা জানান, উপজেলার বড়পুলপাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরণকার্বারিপাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুজন, গিলাছড়ি ইউনিয়নের মনতলা এলাকায় একজন মারা গেছেন। টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটেছে।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন এবং নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ পাহাড় ধসের ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও কতজন মারা গেছেন, তা জানাতে পারেননি। রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেছেন, স্থানীয় লোকজনের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জেনেছেন। পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় ইউএনও কিংবা ওসি ওই এলাকাগুলোতে এখনো পৌঁছাতে পারেননি। তাই নিশ্চিত করেই ঠিক কতজন নিহত বা নিখোঁজ রয়েছেন, তা জানাতে সময় লাগছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী