Home প্রবাস নিউ ইয়র্কের আলবেনিতে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

নিউ ইয়র্কের আলবেনিতে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

by bnbanglapress
A+A-
Reset

নিউ ইয়র্ক প্রতিনিধি: নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে বসবাসরত সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অর্গানাইজেশন অব বাংলাদেশি আমেরিকান কমিউনিটি (অবাক) আয়োজিত আলবেনির একটি চার্চের মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের প্রচুর সংখ্যক প্রবাসী নারী পুরুষের সমাগম ঘটে।

অবাক এর সাধারন সম্পাদক হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য দেন অবাক এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিজানুর রহমান, বর্তমান প্রেসিডেন্ট মাজহারুল রিপন, ভাইস প্রেসিডেন্ট মোহাঃ মহিউদ্দিন মানিক, সাধারন সম্পাদক হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন মজুমদার, বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনি (বাফা) এর চেয়ারম্যান মুদাসসির হোসেন, বাফা’র প্রেসিডেন্ট হুমায়ুন কবির, ডা. আবুল কালাম আজাদ, হাডসন সিটির সুপারভাইজর আবদুস মিয়া মাহবুব ও আবদুল্লাহ খান তুষার প্রমুখ।

প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ কমিউনিটির কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন, আলবেনিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে।এসব মানুষের সুখ-দুঃখ ও আনন্দ বিনোদনের কথা চিন্তা করে কমিউনিটির বিভক্তি ও মতানৈক্য ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।তা নাহলে আমাদের মাঝে তিক্ততার পাশাপাশি কমিউনিটির জন্যও ক্ষতি সাধিত হবে। তাই সময় থাকতেই সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান বক্তারা।

মিঠু আমিরুলের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে-সুরভী ইসলাম,হারুন রশিদ, হাডসন প্রবাসী কবি ও শিল্পী শরীফুল আলম, অবাক এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিজানুর রহমান, আব্দুলাহ খান তুষার, ইব্রাহিম খলিল কাজল, আশরাফুর রহমান, জসিম উদ্দিন মজুমদার ও জহিরুল ইসলাম। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি শরীফুল আলম। নৃত্য পরিবেশন করেন শিশু শিল্পী শুভা। যাদের সার্বিক সহযোগিতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি

সম্পন্ন হয়েছে তারা হলেন যথাক্রমে- এহতেশাম খন্দকার, মিজানুর রহমান, মাজহারুল রিপন, হাফিজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাঃ মহিউদ্দিন মানিক, ইব্রাহিম খলিল কাজল, ফজলুল কবির, আলমগীর মনসুর, মিঠু আমিরুল ভুঁইয়া, শাহনেওয়াজ খান, দেলোয়ার হোসেন, মনির আহমেদ,দুলাল ভুঁইয়া, হারুন রশিদ, এলিজা রহমান, জসিম উদ্দিন মজুমদার, সাইফুল ইসলাম বাবু, হাসান আহমেদ, মোস্তাক হোসেন ও মোহাম্মদ রনি প্রমুখ।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী