বাংলাপ্রেস অনলাইন: বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওয়ান ইলেভেনের কুশীলবসহ অনেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোন ষড়যন্ত্র টিকবে না।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। ওয়ান ইলেভেনের কুশীলবরা আবার সক্রিয় হয়েছে এ ব্যাপারে আওয়ামী লীগের কি ভাবনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা গভীর রাতে বৈঠক করছে। আমরা সব খবরই রাখি। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে। এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ সহযোগী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
বাংলাপ্রেস/ আর এল