Home Uncategorized বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না রোমাঞ্চিত তামিম

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবছেন না রোমাঞ্চিত তামিম

by bnbanglapress
Published: Updated:
A+A-
Reset

ফাইল ফটো

ক্রীড়া প্রতিবেদক: আইসিসি সময়সূচি প্রকাশ করার পর থেকেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে ক্রিকেটবিশ্বে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৯২ সালের ফরম্যাটে ফিরেছে বিশ্বকাপ। এখন সব দলই একে অপরের বিপক্ষে খেলতে পারবে। কিন্তু এখনও তো এক বছর বাকি। তাই এখনই বিশ্বকাপ নিয়ে বেশি কিছু বলতে চান না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে সব দলের বিপক্ষে খেলার সুযোগ থাকায় খুশি এই ড্যাশিং ওপেনার।

তামিম বললেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত। একটা টুর্নামেন্টে সবার সঙ্গে খেলা, এই সুযোগ আমরা পাব। এটা এমন ফরম্যাট, যদি কোনো দল শিরোপা জিততে চায় পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের ভালো খেলতে হবে। ফরম্যাটটা চ্যালেঞ্জিং হবে। আমি খেলতে উন্মুখ। গ্রুপ থাকলে এক-দুইটা ম্যাচ জিতলেও হয়তো কোয়ালিফাই করা সম্ভব। কিন্তু এখানে হয়তো কোয়ালিফাই করতে ৫-৬টা ম্যাচ জিততে হবে। লম্বা সময় ভালো খেলতে হবে। এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমাদের জন্য।’

২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে তো কোয়ার্টার-ফাইনালই নেই। প্রাথমিক পর্ব পেরিয়ে সেরা ৪ দল সরাসরি খেলবে সেমি-ফাইনালে। তামিম মনে করেন, টুর্নামেন্টে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারলে সেই চ্যালেঞ্জ জয় সম্ভব। তবে তিনি একবছর আগে বেশি কিছু বলতে চান না।

তামিমের ভাষায়, ‘এক বছরের পরের চিন্তা এখন না করাই ভালো। তার আগে অনেক গুরুত্বপূর্ণ সিরিজ আছে। এগুলোয় মনোযোগী থাকা ভালো। হ্যাঁ, বিশ্বকাপে যাব ভালো করব- এটা সবাই চাই। এখনই বিশ্বকাপ নিয়ে কথা বলাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এই সময়ে যে সিরিজগুলো আছে, আমরা যদি ভালো খেলি, সিরিজ যদি জিতি তবে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যাবে।’

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী