Home Uncategorized শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না: নাসিম

শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না: নাসিম

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: আগামী নির্বাচনে বিরোধী দলকে লাল কার্ড দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপে মেসি-রোনালদো পেনাল্টি মিস করতে পারেন, শেখ হাসিনা পেনাল্টি মিস করবেন না। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সেমিনার কক্ষে আজ মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আমরা ভুল করতে পারি। কিন্তু জাতি কোনো দিনও ভুল করতে পারে না। আমরা সরকারে আছি ভুল করতেই পারি। ভুল সংশোধন করি। কিন্তু একবার যদি বাঙালিরা ভুল করে, ওদের যদি হাতে ক্ষমতা চলে যায়, তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। ওরা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আবার তারা ক্ষমতায় ফিরে আসতে চায়।’

ঘাতক দালাল নির্মূল কমিটি ১৯৯৫ সাল থেকে জাহানারা ইমাম স্মৃতি পদক দিয়ে আসছে। এবার স্মৃতি পদক পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট।

আজ আলোচনা সভায় ‘১৯৪৭-এর দেশ বিভাগ এবং বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি সতেজ স্বাস্থ্যের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে দিতে পারলে বাঙালি জাতীয়তাবাদের একটু ক্রুদ্ধ-একটু অসহিষ্ণু ভূমিকার ইতি ঘটত।’

আলোচনায় সভাপতির বক্তব্যে সাংবাদিক-লেখক অজয় রায় বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি প্রবলভাবে বিদ্যমান। সাম্প্রদায়িক রাজনীতিকে কেন্দ্র করে আওয়ামী লীগসহ সব দল রাজনীতি করছে। এটা নিয়ে আমাদের দুঃখ খুব। যে সেক্যুলার বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, তা প্রতিষ্ঠা করতে পারিনি।’

বাংলাপ্রেস/এফএস

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী