Home জীবনযাপন ভারতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুর গ্রেফতার !

ভারতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুর গ্রেফতার !

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস অনলাইন: স্বামীর অনুপস্থিতিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের বসিরহাটের বাদুড়িয়া থানার রামচন্দ্রপুরের ঘাসপুরের।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বাড়ি ফাঁকা অবস্থাতেই ছিল। নিগৃহীতা মহিলার স্বামী সেই সময় বাড়ি ছিলেন না। সেই সময়েই আচমকাই দরজা ভেঙে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে তাঁর শ্বশুর। অভিযোগ, বাঁধা দিতে গেলে মহিলাকে মারধর করা হয়। পরে কোনওরকমে শ্বশুরের হাত থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেনে তিনি।

এর পরেই প্রতিবেশীরা হাতনাতে ধরে ফেলে অভিযুক্ত শ্বশুর সুভাষ কর্মকারকে। জানা গিয়েছে, বিয়ের পর থেকে সুভাষ তার পুত্রবধূকে নানাভাবে কুপ্রস্তাব দিত। কিন্তু সেই প্রস্তাবে সায় না দেওয়াতেই তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে বাদুড়িয়া থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। সুভাষ কর্মকারের উপযুক্ত শাস্তি চেয়ে সরব হয়েছেন এলাকাবাসীরাও।

বাংলাপ্রেস/ আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী