Home রাজনীতিআওয়ামী-লীগ বিএনপি চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক : আইনমন্ত্রী

বিএনপি চান না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক : আইনমন্ত্রী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির কারণেই ইভিএম আনা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি চান না যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক। বিএনপি ভোট কারচুপির রাজত্ব সৃষ্টি করেছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম আনা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়য়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন চত্বর এলাকায় সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব যে কথা বলেছেন এটা তাদের মনগড়া কথা। উনাদের অভ্যাসই হল এসব কথা বলা।

মন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের অনেক দেশেই ইভিএম প্রযুক্তি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহজ করার জন্য ও যাতে সহজভাবে প্রয়োগ করতে পারে এবং তারা যাকে ভোট দিতে চান তাকে ভোট দিতে পারে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের নির্বাচন হয় সেই জন্যই ইলেকট্রনিক ভুটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী