Home রাজনীতিআওয়ামী-লীগ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আমার ভোট আমি দেব, যাকে পছন্দ তাকে দেব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নিয়মে চলবে এবং সেভাবে ভোট হবে। ভোটের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধি জয়যুক্ত হবেন।

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সিটি নির্বাচনের ভোট প্রদান শেষে তাৎক্ষণিক এসব কথা বলে প্রধানমন্ত্রী।

দক্ষিণ সিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ইভিএমের মাধ্যমে আমি ভোট দিয়েছি, খুব অল্প সময়ের মধ্যে আমি ভোট দিতে পেরেছি।

তিনি বলেন, ইনশাল্লাহ, আমি আশা করি ঢাকা সিটিতে আমাদের দু’জন প্রার্থী। আমি ভোটার হচ্ছি, ব্যারিস্টার ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। উত্তরে আমাদের প্রার্থী আতিক, আশা করি সেও জয়যুক্ত হবে। জয়ী হয়ে ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন ও উন্নত নগরবাসী গড়ে তুলব।

প্রধানমন্ত্রী আরও বলেন, ইভিএমের মাধ্যমে আমি ভোট দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমি ভোট দিতে পেরেছি। আমি মনে করি, পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে এ ডিজিটাল পদ্ধতিতে ভোট দেয়ার ব্যবস্থা করবেন আমাদের নির্বাচন কমিশনাররা। যাতে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়। কেউ কেউ যেন কারও ভোট কেড়ে নিতে না পারে। এবং সেই সাথে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, তারা যেন সজাগ থাকে। যেন প্রত্যেকটা ভোটার শান্তিতে তার পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন।

অর্থাৎ তার ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সে পরিবেশটা আমরা সৃষ্টি করতে চাই। অনেক সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছি। যার ফলে দেশ আজ উন্নয়নে মহাসড়কে অগ্রযাতা শুরু করেছে। বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলব। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী