ফরিদপুর থেকে সংবাদদাতাঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ড্রেজার মালিক গুরুদাস বালাকে বালু উত্তোলন ও উপজেলা আ’লীগের সদস্য চতুল গ্রামের অশোক কুমার বোস (জাপান) কে পাকা সড়কের পাশ থেকে গাছ কাটার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
আদালত সূত্রে জানা যায়, ধুলপুকুরিয়া গ্রামে একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল গুরুদাস বালা। সোমবার (১০ ফেব্রুয়ারি) খবর পেয়ে তাকে আটক করে নিয়ে আসে শাকিলা বিনতে মতিন। এ দিকে চতুল গ্রামের মধ্যে চিতেঘাটা তেলজুড়ী পাকা সড়কের পাশে সরকারি জায়গা থেকে একটি শিশু গাছ কাটার অভিযোগে চতুল গ্রামের অশোক কুমার বোসকে আটক করে নিয়ে আসা হয়। অশোক কুমার বোস উপজেলা আ’লীগের সদস্য। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ধারায় বালু ব্যবসায়ী গুরুদাসকে ৫০ হাজার টাকা ও অশোক কুমার বোসকে গাছ কাটার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বিপি/আর এল