ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দলে কোন স্থান নেই। যারা রাজপথে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে পুলিশের নির্যাতন ও জামায়াত-বিএনপি’র সন্ত্রাসীদের হাতে প্রহৃত হয়ে দলকে টিকিয়ে রেখেছেন তারাই আজ নিজ দলের নেতাকর্মীদের দ্বারা মারপিটে আহত হয়েছে। যারা আওয়ামী লীগকে বিভেদ করে সুবিধা নিতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না। যারা অন্যায় অত্যাচার করে তারা কোনদিনই টিকে থাকে না। একদিন তাদের ধ্বংস হবেই।
বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে বগুড়ার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক
তিতাস, শিক্ষার্থী নুছরাত জাহান খান বর্ষা।
উক্ত প্রতিবাদ সমাবেশে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, আহসান হাবিব, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, রঞ্জুবুল আলম, আলেফ বাদশাহ্ধসঢ়;, হাসান আহম্মেদ জেমস মল্লিক,শাহ আলম তালুকদার, জহুরুল ইসলাম, আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, বগুড়া সরকারি আযিযুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল