বাংলাপ্রেস ডেস্ক: আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। পরপর দু’দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হলো দু’লাখ ২০ হাজারের বেশি রোগী। নতুন করে দু’লাখ ২২ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত প্রায় সোয়া কোটি মানুষ। বৃহস্পতিবার আরও প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। মোট মৃত্যু ৫ লাখ ৫৭ হাজারের মতো।
যুক্তরাষ্ট্রে এদিন প্রাণ গেছে প্রায় ১ হাজার মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছুঁইছুঁই। ৬১ হাজার নতুন রোগী শনাক্তে ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ।
তবে দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। ১২শ’ প্রাণহানিতে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৭০ হাজার ছুঁয়েছে। আক্রান্ত ১৭ লাখ ৬০ হাজার। এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আক্রান্ত পৌনে ৩ লাখ।
হঠাৎই একদিনে সোয়া ২শ’ মৃত্যু হয়েছে ইরানে। ২শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর ইরাক।
বিপি/কেজে