Home আন্তর্জাতিক বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়াল

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়াল

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৮৮৩। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৩ লাখ চার হাজার ৪৬১ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৭৩ হাজার ৫৬৫। মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৩১ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৮ হাজার ৯৭০। এর মধ্যে ৬৯ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে।
ভারতে আক্রান্তের সংখ্যা আট লাখ ২২ হাজার ৫৭০। এর মধ্যে ২২ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৫৮৫। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী