Home বিনোদন সুশান্তের বান্ধবী রিয়াকে খুনের হুমকি !

সুশান্তের বান্ধবী রিয়াকে খুনের হুমকি !

by Dhaka Office
A+A-
Reset


বাংলাপ্রেস ডেস্ক: সুশান্তের মৃত্যুর পর থেকে অনবরত নানা রকমের হুমকি পাচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

অভিনেতার মৃত্যুর পরে নেটিজেনরা তাঁর দিকে অভিযোগের তিরও ছুড়ে দেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে নিয়ে চলছে একের পরে এক ট্রোলিং। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। ইনস্টাগ্রামে স্ক্রিনশট পোস্ট করে দেখালেন কেমন হুমকি পাচ্ছেন তিনি।

মন্নু রাউত নামে এক অ্যাকাউন্ট থেকে আসা হুমকি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া। মন্নু রাউত লিখেছেন, তুমি আত্মহত্যা করো। না হলে আমি নিশ্চিত করব, তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়।

স্ক্রিনশট শেয়ার করে রিয়া লিখছেন, আমায় অর্থলোভী বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় খুনি বলা হয়েছে, আমি চুপ থেকেছি। আমায় স্লাটশেম করা হয়েছে, তাতেও চুপ থেকেছি। কিন্তু আমি চুপ রয়েছি বলে আপনাকে এটা বলার অধিকার কে দিল যে আমি আত্মহত্যা না করলে আমায় ধর্ষণ করে খুন করা হবে।

রিয়া আরও লিখেছেন, আপনি যা বলেছেন তার গুরুত্ব আপনি বোঝেন? এগুলি আইনত অপরাধ। আর আইন অনুযায়ী, কাউকে এভাবে হেনস্থা করা যায় না। আমি সাইবার ক্রাইমের কাছে অনুরোধ করছি এর বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করার। যথেষ্ট হয়েছে!

প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। সেদিন থেকে আর কোনও রকমের পোস্ট করেননি রিয়া। সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ না করায় তাঁকে আক্রমণও করেছেন নেটিজেনরা। অবশেষে এক মাস পূর্ণ হওয়ার সুশান্তকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন রিয়া চক্রবর্তী।

সুশান্তের সঙ্গে সুন্দর মুহূর্তের দুটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেন রিয়া। রিয়া তাঁর পোস্টে লিখছেন, এখনও নিজের আবেগের সম্মুখীন হতে খুব কষ্ট হচ্ছে। আমার হৃদয়ের বেশ কিছুটা অসাড় হয়ে গিয়েছে, যা আর কখনও ঠিক হবে না। তুমিই আমায় ভালোবাসা এবং ভালোবাসার শক্তি বুঝতে শিখিয়েছিলে।

তুমিই দেখিয়েছিলেন কী ভাবে একটা অঙ্কের সমীকরণ আমাদের জীবনেও প্রাসঙ্গিক। আমি প্রতিদিন তোমার থেকে নতুন কিছু শিখেছি। আমি জানি এখন তুমি আরও শান্তিপূর্ণ জায়গায় আছো। চাঁদ, তারা, ব্রহ্মাণ্ড নিশ্চয়ই তাঁদের শ্রেষ্ঠ পদার্থবিদকে দুহাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী