Home রাজনীতি যে দেশ সংস্কৃতিতে ভাল, সে দেশ তত উন্নত : রেলমন্ত্রী সুজন

যে দেশ সংস্কৃতিতে ভাল, সে দেশ তত উন্নত : রেলমন্ত্রী সুজন

by Dhaka Office
A+A-
Reset

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা। রেলমন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন বলেছেন, য়ে দেশ সংস্কৃতি কর্মকান্ডে ভাল , সে দেশ তত উন্নত। সংস্কৃতি নিজ দেশের স্বকিয়তা ধরে রাখার পরিচয় বহন করে। এর মাধ্যমে নতুন প্রজন্ম তার দেশের সংস্কৃতির সাথে পরিচয় লাভের সুযোগ পায়। মাদক, সহ সব ধরনের অপরাধ প্রবনতা থেকে যুব সমাজকে রক্ষা করার একটি উল্ল্যেখযোগ্য মাধ্যম হচ্ছে খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতি চর্চা করা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদন চালিয়ে নেয়ার প্রতি আমাদের মনোযোগ বাড়াতে হবে। শরীর ও মন ভাল রাখতে এর কোন বিকল্প নেই। মন্ত্রী গতকাল বৃহ্ধসঢ়;সপতিবার রাতে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে আয়োজিত আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবলিক ক্লাবের সভাপতি আব্দুল মালেক চিশতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান , ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন চৌধূরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধূরী জর্জ , মন্ত্রী পুত্র ব্যারিষ্টার কৌশিক নাহিয়ান নাবিদ বক্তব্য রাখেন।

এদিকে শুক্রবার দুপুরে মন্ত্রী দেবীগঞ্জের সুন্দরদীঘি ও চেংঠী ইউনিয়নের জয়রাম এলাকায় সম্প্রতি বণ্যায় ক্ষতিগ্রস্থ ব্রীজ ও রাস্তা পরিদর্শণ করেছেন। মন্ত্রী এসময় স্থানীয় সরকার বিভাগকে দ্রæত জয়রাম ব্রীজ ও ব্রীজ সংলগ্ন এক কিলোমিটার রাস্তা নতুন করে নির্মান করার নির্দেশ দেন। রেলমন্ত্রী একই পথে দেবীগঞ্জের দন্ডপাল ইউনিয়নে ৫ হাজার মেট্রিক টন ধারন সম্পন্ন সাইলো গোডাউন নির্মানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শণ করেন।

এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী, সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, উপজেলা প্রকৌশলী, মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লেিগর সভাপত গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ মন্ত্রীর সাথে ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী