Home রাজনীতি ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সকাল ৯টা থেকে চলছে ঢাকা-৫ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ। ইভিএমে একটানা বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

এই আসনে প্রধান তিন রাজনৈতিক দল- আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ উদ্দিন আহমেদ ও জাতীয় পার্টির মীর আব্দুস সবুর প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমানও রয়েছেন ভোটের মাঠে।

দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে মোট ১৮৭টি কেন্দ্রের ভোট নেয়া হচ্ছে। এখানে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন।

গেলো ৬ মে আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী