বাংলাপ্রেস ডেস্ক: ২০২০ সালটা এক্কেবারেই ভাল যাচ্ছে না। বিশেষ করে বিনোদন জগতের ক্ষেত্রে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও খারাপ খবর পাওয়ার আশঙ্কা যেন লেগেই থাকে।
সোমবার আচমকা অভিনেতা-সাংসদ দেবের (Dev) গাড়ি দুর্ঘটনার খবর মিলল। স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। তবে না, দেবের কোনও ক্ষতি হয়নি। কারণ সৌভাগ্যক্রমে সেই সময় তিনি গাড়িতে ছিলেন না।
সোমবার দুপুরে চন্দ্রকোণা রোডের ডুকিতে ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। সূত্র মারফত জানা গিয়েছে, চন্দ্রকোণা রোডের প্রয়াগ ফিল্ম সিটিতে একটু সিনেমার শুটিংয়ের জন্য গিয়েছিলেন দেব। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা-সাংসদের গাড়ি। সেই সময় গাড়িতে দেব ছিলেন না। তাঁকে শুটিং স্পটে নামিয়েই গাড়িটি ফিরছিল। গাড়িটি ডুকির কাছে আসলে তিন চাকার একটি ইঞ্জিন ভ্যান তাতে ধাক্কা মারে। গাড়ির খুবই সামান্য ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রয়াগ ফিল্ম সিটির বর্তমান ম্যানেজার আনন্দ মুখোপাধ্যায়ের জানিয়েছেন, ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটেছে। তবে কারও কোনও ক্ষতি হয়নি।
কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘গোলন্দাজ’ ছবির শুটিংয়ের সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন দেব। মনে করা হচ্ছে, সেই ছবির শুটিংয়ের জন্যই ক’দিন ধরে প্রয়াগ ফিল্ম সিটিতে যাচ্ছেন অভিনেতা। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে অভিনয় করছেন দেব। কিংবদন্তি নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এর জন্য বাইচুং ভুটিয়ার কাছে ফুটবলের প্রশিক্ষণও নিয়েছিলেন বেশ কয়েকদিন। প্রথমপর্বের শুটিং শেষ করেছিলেন করেনোর (CoronaVirus) প্রকোপের আগেই। তারপর নিউ নর্মালে কিছুদিন আগেই ফের শুটিং শুরু করেছেন টলিউড অভিনেতা। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে দেব অভিনীত ‘টনিক’। দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ও রয়েছে হল রিলিজের অপেক্ষায়।
বিপি/আর এল