Home বিনোদন কাঞ্চন মল্লিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

কাঞ্চন মল্লিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সোহম চক্রবর্তী, মানালি দে, জয় সরকারের পর এবার সাইবার অপরাধের কবলে অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। হ্যাক হয়েছে তাঁর ইনস্টাগ্রাম (Instagram) পেজ। ইতিমধ্যেই ফোনে অভিযোগ জানালেও খুব শীঘ্রই সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন অভিনেতা কাঞ্চন।

কাঞ্চন গণমাধ্যমকে জানায়, ৭ ফেব্রুয়ারি তাঁর ৮ বছরের ছেলের জন্মদিন ছিল। আনন্দের নানা মুহূর্তের ছবি তিনি পোস্ট করেন ইনস্টাগ্রাম পেজে। বিপত্তিটা ঘটে তারপরেই। তার পরের দিন ইনস্টাগ্রাম খুলতে গেলে বারবার বাধা আসে। এরপর তাঁর ফোনে একটি এসএমএস (SMS) আসে। যেখানে তিনটি নাম্বার দিয়ে নতুন করে লগ ইন করার কথা জানানো হয়। সেই মতো অভিনেতা কাঞ্চন করতে গেলেও কোনও লাভ হয় না। সোশ্যাল সাইটে তিনিই যে আসল কাঞ্চন মল্লিক তার প্রমাণ চাওয়া হয়। অবস্থা বেগতিক বুঝে অভিনেতা তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেন।

সম্প্রতি, একের পর এক টলি তারকার সোশ্যাল সাইট হ্যাক হওয়ায় সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিনেতাকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, বিষয়টা সত্যিই চিন্তার। বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। তিনি হতবাক। জন্মদিনের কেক কাটার ভিডিও পোস্ট করার পরেই কী করে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়? প্রশ্ন অভিনেতা কাঞ্চনের। কারা করছেন, কী চাইছেন তাঁরা? সবটা নিয়েই ধোঁয়াশা অভিনেতার কাছে।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী