Home বাংলাদেশ সারা দেশে ভ্যাকসিন নিলেন ২৮ লাখ ৫০ হাজার মানুষ

সারা দেশে ভ্যাকসিন নিলেন ২৮ লাখ ৫০ হাজার মানুষ

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে আজ পর্যন্ত মোট ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ এবং নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন নারী ভ্যাকসিন গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১৭তম দিনে সারাদেশে এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন ভ্যাকসিন নেন।এরমধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৪৮৯ ও নারী ৬৮ হাজার ৯৫০ জন।

ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ৩০ হাজার ৩৫১ জন। এরমধ্যে পুরুষ ১৯ হাজার ৮৬৪ জন ও নারী ১০ হাজার ৪৮৭ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৬৩ হাজার ২৪৪ জন। এরমধ্যে পুরুষ ৪০ হাজার ৭১০ জন ও নারী ২২ হাজার ৫৩৪ জন ভ্যাকসিন নেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে সাত হাজার ২৩৩ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ চার হাজার ৩৫২ ও নারী দুই হাজার ৮৮১ জন।

চট্টগ্রাম বিভাগে ৩৩ হাজার ৮৬৭ জন ভ্যাকসিন নেন; যার মধ্যে পুরুষ ২১ হাজার ৯২ জন ও নারী ১২ হাজার ৭৭৫ জন ভ্যাকসিন নেন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী