বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশা আর সুবিধাবাদ চালু করেছিলো, আজ তারাই গণতন্ত্র নিয়ে কথা বলেন।
শনিবার (২ অক্টোবর) মন্ত্রী সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মাঝে তাঁর বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এসব সৃজনশীল কথামালার চাতুরিতে ফখরুল ইসলাম আলমগীর আত্মতৃপ্তি বোধ করতে পারেন, কর্মীদের রোষানল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস ওড়াতে পারেন কিন্তু বাস্তবের সংগে তাদের বক্তব্য বিপরীত, তা দেশের মানুষ জানেন।
সেতুমন্ত্রী বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকা বিএনপিকে আগেই পেয়ে বসেছে। তাই তাদেরই হৃদয়ে হৃদকম্পন শুরু হয়েছে। আওয়ামী লীগ ভয়ে কাঁপে না। চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর রাজনীতি, সেই রাজনীতিই আওয়ামী লীগ শেখ হাসিনা’র নেতৃত্বে করে যাচ্ছে।
বিপি/আর এল