নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য, “দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
২৩ জানুয়ারী রবিবার পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের প্রতিটি ইউনিটে পুলিশ সদস্যদের প্রীতি সম্মিলন ও ভোজ অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জানুয়ারি, ২০২২) পুলিশ সপ্তাহের প্রথম দিন সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে (ভার্চুয়ালি) পুলিশ সপ্তাহ ২০২২ উদ্বোধন করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০২০ সালে ১১৫ এবং ২০২১ সালে ১১৫ জনসহ মোট ২৩০ পুলিশ সদস্যকে পদক দেয়া হয়েছে। পদকের মধ্যে রয়েছে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা। উল্লেখ্য, করোনার কারণে ২০২১ সালে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত না হওয়ায় এ বছর ২০২০ ও ২০২১ সালের পদক একসাথে দেওয়া হচ্ছে।
বিপি/কেজে