নরসিংদী প্রতিনিধি : ২৮ জানুয়ারী শুক্রবার পলাশ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই মো: আরিফ খান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ১। মো: খোরশেদ আলম পিতা-মো: রওশন আলী ভুইয়া সাং-দক্ষিণ পলাশ থানা-পলাশ জেলা-নরসিংদীকে গ্রেফতার করে পরবর্তি কার্যক্রম নির্দেশনার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া এসআই মো: আরিফ খান, এসআই মো: ইছমাইল হোসেন, এএসআই মো: মোজাম্মেল হক এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১। সাইফুল ইসলাম(২৪) পিতা-হামিদ মিয়া মাতা-বিউটি বেগম সাং-কুটিরপাড়া ২। আনোয়ার হোসেন টুটুল (২১) পিতা-নাজিম উদ্দিন ৩। বাবুল বাবু (২৫) পিতা-রতন মিয়া উভয় সাং-বালুচরপাড়া সর্ব থানা-পলাশ জেলা-নরসিংদী ৪। শফিকুল ইসলাম শাওন (২৫) পিতা-ইফতেকার হোসেন ৫। শামীম (১৯) পিতা-মানিক মিয়া ৬। হিমেল আলম (১৮), পিতা-খোরশেদ আলম সর্ব সাং-বাগপাড়া থানা-পলাশ জেলা নরসিংদী গ্রেফতার করা হয়েছে।
এইসব আসামী ঘোড়াশাল পৌরসভা এলাকায় রাত্রিবেলায় মাদক সেবন করিয়া রাস্তায় চিৎকার চেচামেচি করিলে তাহাদের আটক করিয়া কারন জিজ্ঞাসাবাদ করিলে তাহারা কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পলাশ থানা পুলিশের এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
বিপি/কেজে