সুলতানা মাসুমা।লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের সভাপতি প্রার্থী মাকছুদুল করিম মামুন। তিনি এরআগে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত ২৯ জানুয়ারী ঐ কমিটির মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় কমিটি তা বিলুপ্ত ঘোষনা করেন।
মাকছুদুল করিম মামুন ছাত্র জীবনে চট্টগ্রাম ইসলামীয়া ডিগ্রী কলেজের ছাত্রলীগের জিএস ছিলেন। এছাড়াও উত্তর দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িত।
কৃষকলীগ সূত্রে জানা যায়, জেলা কৃষকলীগকে সুসংগঠিত করতে ১৩ ফেব্রুয়ারী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আগামী ১০দিনের মধ্যে পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার আহবান করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদপ্রত্যাশীদের প্রচার প্রচারনা দেখা যাচ্ছে।
মাকছুদুল করিম মামুন বলেন, আমি লক্ষ্মীপুর জেলা কৃষকলীগকে সুশৃংঙ্খলভাবে সাজানোর লক্ষ্যে সভাপতি প্রাার্থী। বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানার নেতৃত্বে জেলা কৃষকলীগকে মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে আশা করি দল আমাকে সভাপতি নির্বাচিত করবেন।
বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা বলেন, জেলা কৃষকলীগের মেয়াদ শেষ হওয়ায় গতমাসে এ কমিটি বিলুপ্ত করা হয়। কৃষকলীগকে সুসংগঠিত ও গতিশীল করতে নতুন কমিটি গঠন করা হবে। যারা পদ প্রত্যাশী তাদের কে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য বলা হয়েছে। জীবন বৃত্তান্ত দেওয়ার পর আমরা যাচাই বাছাই করে সবার সম্মতি নিয়ে কমিটি গঠন করবো।
বিপি/আর এল