Home বাংলাদেশঢাকা পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্ধোধন

পলাশে নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের উদ্ধোধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার সমবায় আদর্শ বিদ্যানিকেতনে নব নির্মিত ৪ তলা একাডেমিক ভবন উদ্ধোধন করা হয়েছে। শনিবার ১৯ ফেব্রুয়ারী দুপুরে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নতুন ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,পলাশ উপজেলার নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, পলাশ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃঞ্চ হালদার।

এই নতুন বিদ্যালয় ভবনটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মেসার্স মোখলেছ এন্টারপ্রাইজ ২০২০-২১ অর্থ বছরে ২ কোটি ৯৭ লাখ টাকা ব্যায়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ সম্পন্ন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী