পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় দুইটি অবৈধ করাতকল পরিচালনার অভিযোগে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ। ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী নির্দশনায় মোবাইল কোটের নেতৃত্ব দেন সহকারি কমিনশনার (ভুমি) অফিসার সিলভিয়া স্নিগ্ধা। এতে পলাশ থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা করেন।
জানা যায় প্রসিকিউশন দাখিলকারি বন কর্মকর্তার আমিরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে উপজেলার পন্ডিতপাড়ার আশুতোষ দেবনাথের মালিকাধীন বন্ধু ছ মিল এবং একি এলেকার মানিক দেবনাথের মালিকাধীন ভাই ভাই ছ মিলে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে অবৈধ ভাবে করাত কল পরিচালনা দায়ে অর্থদন্ড আদায় করা হয়।
উপজেলা বনকর্মকর্তা আমিরুল হাসান জানান, এর আগেও এখানে মোবাইল কোট পরিচালনা করা হয় এবং লাইসেন্স করে যথাযথ ভাবে করাতকল পরিচানার নির্দেশনা দেয়া কিন্তু তারা সেভাবে করাতকল পারিচালনা করতে পারে নাই। অবৈধ করাত কলের বিরুদ্ধে এই রকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিপি/কেজে