Home বাংলাদেশঢাকা নরসিংদীতে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ প্রতারককে আদালতে প্রেরণ

নরসিংদীতে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া ৫ প্রতারককে আদালতে প্রেরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : শনিবার রাতে নরসিংদীর ভেলানগর এলাকায় গোপন বৈঠক চলাকালীন সময়ে গ্রাহকদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া শাহ্ সুলতান মাল্টিপারপাস সমিতির ৫ প্রতারককে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাদের পলাশ থানায় হস্তান্তর করলে আজ ১৪ মার্চ সোমবার নরসিংদীর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো শাহ্ সুলতান মাল্টিপারপাস সমিতির চেয়ারম্যান ও প্রতারক চক্রের অন্যতম হোতা মাধবদী থানার দক্ষিণ ভাসানিয়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ শাহ আলম (৫০), এবং তার চার সহযোগী নরসিংদী সদরের ঘোড়াদিয়া গ্রামের মৃত জাফর আলী শিকদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন শিকদার (৫২), সদর উপজেলার বাখর নগর গ্রামের মৃত নূর চান কাজীর ছেলে মানে উল্লাহ (৪৪), ঘোড়াদিয়া সাকুরঘাট এলাকার মৃত আঃ রশিদ মোল্লার ছেলে মোঃ সুমন উল্লাহ (৩৩), ও মোঃ নূরচান মোল্লার ছেলে আঃ হান্নান মোল্লা (৩০)।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী