নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সংবাদপত্রবাহী মাইক্রোবাসের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। ১৭ মার্চ বৃহস্পতিবার ভোরে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহত তিনজনই ওই মাইক্রোবাসে ছিলেন। এ ঘটনায় মাইক্রোবাসের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সংবাদপত্রবাহী মাইক্রোবাসটি সিলেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের বাস ঢাকার দিকে যাচ্ছিল। ভোররাত চারটার দিকে বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে সামনে থাকা মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ২ জন বর্তমানে নরসিংদী ও ভৈরবের দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মাহমুদ খান বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
বিপি/কেজে