Home বাংলাদেশঢাকা আলফাডাঙ্গায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আলফাডাঙ্গায় যুবলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রাজীবের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের চৌরাস্তায় স্থানীয় ব্যবসায়ী, ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এ কর্মস‚চি পালিত হয়।

কয়েকশত মানুষের দীর্ঘ এ মানববন্ধন কর্মস‚চিতে অন্যান্যের মধ্যে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা তৌকির আহমেদ ডালিম,ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তন্ময় উদ-দৌলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ তারিকুল ইসলাম, আলফাডাঙ্গা বাজার ব্যাবসায়ী সমিতির নেতা মোঃ বকুল মিয়া, মোঃ আবেদীন শেখ ও মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, রফিকুল ইসলাম রাজীব একজন নিরীহ ও শান্তি প্রিয় মানুষ। বঙ্গবন্ধুকে ভালোবেসে দীর্ঘদিন ছাত্র ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। গত ২৪ এপ্রিল বিকেলে তিনি ব্যক্তিগত কাজে আলফাডাঙ্গা বাজারে অবস্থান করছিলেন। এ সময় মোঃ জাহিদ হোসেন, মোঃ মামুন, সজীব, শামীম ও তুহিন গং এর নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় নানা অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে রাজীবের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে রাজীবের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে মুম‚র্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনাটির দৃশ্য আলফাডাঙ্গা থানা ও পৌরসভা নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলে দাবী করেন বক্তার।

তারা আরও বলেন, নৃশংস এ ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেয়া হলেও এখনো কোন আসামী গ্রেফতার হয়নি। যা খুবই দুঃখজনক। বরং উল্টো শক্তিশালী আসামীপক্ষ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে রাজীব ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির চেষ্টা করছে।

মানববন্ধনে রাজীবের উপর হামলা ও তার নামে বানোয়াট, ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবী করেন এবং একই সাথে দ‚ষ্কৃতিকারীদের শনাক্তে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ঘটনার ভিডিও ফুটেজটি আলামত হিসাবে সংরক্ষণ করার জন্য থানা পুলিশের প্রতি উদাত্ত আহবান জানান। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ ওহিদিজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সময় একজনকে হাতে
নাতে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী