Home বাংলাদেশঢাকা নরসিংদীতে ভোজ্য তেল মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

নরসিংদীতে ভোজ্য তেল মজুতের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে ভাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনা মোতবেক বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে ১২ মে বৃহস্পতিবার বিকেলে নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈভাবে মজুদকৃত ১১৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়ড়। যা অনেক আগে কম দামে কেনা ছিলো। অবৈধ মজুদের অপরাধে একতা স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫০ হাজার অর্থদন্ড প্রদান এবং তা তাৎক্ষনিক আদায় করা হয়।
বাজার মনিটরিং এবং বাজারে তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণের অংশ হিসেবে জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় নরসিংদী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস সালাম এবং জেলা কৃষি বিপনন কর্মকর্তা নাজমুল হক-সহ জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী