বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে ঃ ফরিদপুরের বোয়ালমারীতে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা ও গর্ভপাত ঘটানোর অভিযোগে শুক্রবার রাতে (১৩.০৫.২২) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ভুক্তভূগী ওই গৃহবধূর মা নাসিমা বেগম (৩৪) নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং গর্ভপাত ঘটানোর অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ পেনাল কোড ৩১৩/৩২৮ ধারায় মামলাটি করেন। শনিবার (১৪.০৫.২২) দুপুরে পুলিশ প্রহরায় গৃহবধূকে ডাক্তারী পরিক্ষা করার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী কাজী পাড়া গ্রামের মো. জাহিদ মিয়া একই গ্রামের মো. আবু বক্কর শেখের ছেলে সোবহান শেখ (২৮) এর সাথে রাজমিস্ত্রীর কাজ করত। এক সঙ্গে কাজ করার সুবাদে সোবহান শেখ প্রায় জাহিদের বাড়িতে যাতায়াত করত। গত ৮ মে অনুমান রাত সাড়ে ৮ টার দিকে সোবহান শেখ ওই বাড়িতে গিয়ে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে স্বামী ও স্ত্রীকে অচেতন করে জাহিদের স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালায়।
এতে করে ওই গৃহবধূর পরের দিন সকালে রক্ত ক্ষরণ শুরু হয় এবং তার দুই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গৃহবধূর শারিরিক অবস্থা অবনতি হলে শুক্রবার (১৩.০৫.২২) সকালে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৃহবধূর বাবার বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে।
তিন মাস আগে জাহিদের সাথে মেয়েটির বিয়ে হয়। গৃহবূর মা নাছিমা বেগম বলেন, সোবহান শেখ আমার মেয়ে এবং জামাইকে চেতনা নাশক ঔষধ খাইয়ে মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। আর ওই ঔষধের কারনেই মেয়ের গর্ভের দুই মাসের সন্তান নষ্ট হয়ে গেছে। বিষয়টি
স্থানীয় চেয়ারম্যানকে জানালে সোবহান আমাদের পরিবারকে ভঁয়ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে আমি শুক্রবার রাতে সোবহান শেখকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. তারিকুল ইসলাম বলেন, ওই গৃহবধূ শুক্রবার হাসপাতালে আসলে আমরা তাকে আলট্রাসনোগ্রাম করার জন্য পাঠাই এবং রির্পোটে দেখা যায় তার গর্ভের সন্তান এর্ভোশন অবস্থায় রয়েছে। বিষয়টি আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। আজ ওই গৃহবধূর ডাক্তারী পরিক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে এবং আজই তাকে ফরিদপুর ৭নং আমলী আদালতে হাজির করা হবে। আসামি সোবহান শেখকে গ্রেফতারের জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি।
বিপি/কেজে