Home অন্যান্যধর্ম ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা

ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনার রেশ কাটিয়ে আবারো ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কা। তিল ধারণের ঠাঁই নেই মসজিদুল হারামে। চলছে হজ শুরুর শেষ প্রস্তুতি। আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীরা মসজিদুল হারামে নামাজ আদায়ের পাশাপাশি ঘুরে দেখছেন ইসলামের ঐতিহাসিক স্থানগুলো।

অনেকেই ব্যস্ত সময় পার করছেন দোয়া আর ইবাদত-বন্দেগিতে। করোনার কারণে গত দুই বছর সুযোগ মেলেনি হজের। এবার সেই সুযোগ আবারও মক্কায় ঢল নেমেছে লাখো মুসল্লির। সশরীরে পবিত্র মক্কায় এসে আল্লাহর ইবাদাতে আর ক্ষমা প্রার্থনায় মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ১০ লাখের বেশি মানুষ এবার হজ পালন করবেন বলে আগেই জানিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে বেশির ভাগ মুসল্লি সৌদি পৌঁছেছেন। মক্কা নগরীতে গিয়ে পবিত্র কাবা শরিফ ঘিরে তওয়াফ করছেন অনেকে। হজ যাত্রীরা ইসলামের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখছেন। হজ যাত্রীরা বলেন, আলহামদুলিল্লাহ আমরা ২ বছর পর এই সুযোগ পেয়েছি, মুসলিম এই বন্ধর অটুট থাকুক এটিই আমাদের চাওয়া। আমরা সত্যি খুশি এখানকার পরিবেশ খুব গোছানো। আশা করছি সুষ্ঠভাবেই হজ পালন করতে পারব।

হজ ঘিরে এরিইমধ্যে নিরাপওার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পবিত্র নগরীকে। যাত্রীদের সুবিধায় প্রস্তুত স্বেচ্ছাসেবীরাও। এ বছর পবিত্র হজ উপলক্ষে দেয়া আরাফাত দিবসের খুতবা বাংলা ভাষাসহ ১৪টি ভাষায় সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী ৮ জুলাই মিনার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে শুরু হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

বিপি> আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী