Home বাংলাদেশঢাকা নরসিংদীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন

নরসিংদীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নরসিংদী প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন কর্মসুচি পালন করা হয়েছে।

শুক্রবার ৫ আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩তম জন্মবার্ষিকীতে জেলা পুলিশ, নরসিংদীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সাহেব আলী পাঠান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৯৪৯ সালের ৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কোল আলোকিত করে জন্ম নেন বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল।

‘৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের বুলেট তাঁর প্রাণ কেড়ে না নিলে হয়তো আজ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের বয়স হতো ৭৩ বছর।

কিন্তু আমাদের দুর্ভাগ্য যে, সাংগঠনিকভাবে দক্ষ ও দূরদর্শীদৃষ্টি সম্পন্ন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি।

বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

বিপি/কেজে

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী