বিপ্লব আহমেদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বাড়ির সামনে থেকে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ১২শ ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- রাব্বি ফকির (১৯) এবং মো. রবিউল ইসলাম রবীন (২৯)। রাব্বি ফকির উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মো. মুন্নু ফকিরের ছেলে এবং রবিউল বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের মো. বাবুল কাজীর ছেলে। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দিচ্ছিলেন ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশারের নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী ফকিরপাড়া গ্রামের মুন্নু ফকিরের বসতবাড়ির সামনে
থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা রাব্বি ফকিরের নিকট থেকে ৮শ এবং রবিউল ইসলামের নিকট থেকে ৪শ ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় ফরিদপুর র্যাব-৮ এর ডিএডি
মো. আবুল বাশার বাদি হয়ে রবিবার রাত ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১০ (ক) ধারায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার -ইন- চার্জ মো:আব্দুল ওহাব বলেন – ইয়াবা আটকের ঘটনায় ফরিদপুর র্যাব- ৮ বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।অভিযুক্তদের নিকট থেকে ১২৯৫পিস ইয়াবা উদ্ধার করে।তাদেরকে সোমবার (০৫/০৯/২০২২ইং) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিপি/কেজে